করোনা ভাইরাসের কারণে খেটে-খাওয়া কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। তার নিজস্ব তহবিল থেকে এ খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন। তারই অংশ হিসেবে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের হাতে এক হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন তিনি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপির প্রতিনিধি হিসেবে এ খাদ্য সহায়তা তুলে দেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ, সাবান ও মাস্ক। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য নারায়ন চন্দ্র পাল রানা, পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরিদ, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাত প্রমুখ।