জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমানের প্রতি ক্ষোব্ধ হয়ে অবৈধ বালুর ট্রাক জব্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
জানাযায় স্থানীয় এলাকাবাসিরা যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে বালু উত্তোলন বন্ধের জন্য ইউএনও মোহাম্মদ মিজানুর রহমানকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন জেলা প্রশাসক। তার প্রেক্ষিতে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান তিনি অর্ধশতাধিক পয়েন্টে অবৈধ বালু উত্তোলন করা হলেও রহস্যজনক কারণে কোথাও কোন অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে না’মর্মে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
গত ৬ এপ্রিল এলাকাবাসিরা ক্ষিপ্ত হয়ে এ কারণে মোরাদাবাদ ঘাট এলাকা থেকে একটি বালু বোঝাই ট্রাক আটক করে। পরে অবৈধ বালু ব্যবসায়ী চক্রটি ওই দিন সন্ধ্যায় পুলিশ পাঠিয়ে বালুর বোঝাই ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু স্থানীয় বিক্ষোব্ধ জনতা বিক্ষোভের মুখে ইসলামপুর থানা পুলিশ অবৈধ বালুর ট্রাকটি উদ্ধার করতে পারেনি।
জানাযায়,উপজেলার পাথর্শী ইউনিয়নের মোরাদাবাদ, চিনাডুলির গুঠাইবাজার,নোয়ারপাড়া এলাকার উলিয়া বাজার এলাকায় এক শ্রেনীর প্রভাবশালী অবৈধ বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে যমুনা নদী থেকে বুলগেট মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন করে মাহিন্দ্র ট্রাক্টর, ট্রাক,ভটভটি যোগে প্রতিদিন হাজার হাজার সেপ্টি বালু বিভিন্ন স্থানে বিক্রি করে রাতারাতি তারা আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। অথচ যেন দেখার কেউ নেই। অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে যমুনা নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে শশারিয়াবাড়ি, হরিণধরা, গোয়ালডোবা,নামারচর, ফরিপাড়া, রাজনগর, করিরতাইর, ভাংবাড়ী ও রায়েরপাড়া নামক ৯টি ফসলী নতুন চর। এ ছাড়া নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে সরকারের ৪৬৮ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত যমুনার বামতীর সংরক্ষণ বাঁধ।
এ বিষয়ে স্থানীয় কৃষক আফজাল, রাজন, হাসমত, বাবু জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করে আমরা কোনো সমাধান পাননি। উল্টো অবৈধ বালু উত্তোলনকারি সিন্ডিকেট সদস্যদের হাতে নিরীহ কৃষকরা লাঞ্ছিত হয়েছে। তারা নিরীহ কৃষকদের মারধর করাসহ প্রাণ নাশের হুমকিও প্রদান করেছে।
এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের মোবাইলফোনে একাধিকবার ফোন কল দিলেও তিনি রিসিভ না করায় কানো প্রকার মন্তব্য পাওয়া যায়নি।