ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ক্ষুদ্র নৃষ্ঠী, দলিত ও প্রতিবন্ধী ব্যক্তি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
হরিপুর উপজেলার ৬ টি ইউনিয়নে ১০৮ প্রতিবন্ধী ব্যক্তি ও দলিত পরিবারের মাঝে ৭ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও ২ টি সাবান বিতরণ করা হয়েছে।
৮ এপ্রিল ২০২০ ইং তারিখ ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডি) ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় প্রোমোট প্রকল্পের আওতায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রত্যন্ত গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তি ও দলিত পরিবারের বাড়ীতে ত্রান পৌছে দিল ইএসডিও’র সহায়তায় ইএসডিও-প্রোমোটরে যুব বন্ধুরা। হরিপুর উপজেলার ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, হরিপুর উপজেলার সমাজ সেবা অধিদপ্তরের প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, হরিপুর উপজেলার ইএসডিও-প্রোমোটের যুব বন্ধু প্রদিপের নেতৃত্বে সাকিল, রনি, সানমুন, জুই, ফয়জুল ত্রান বিতরণের একটি টিম বের হয়। সদর উপজেলার ইএসডিও-প্রোমোটের যুব বন্ধু শারমিন শিলা ও শিল্পি আক্তারসহ ইএসডিও-প্রোমোটের উন্নয়ন কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
হরিপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন করোনাভাইরাসের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের বেশ সমস্্যা হচ্ছে তারা কথাও বের হতে পারছেনা এবং ত্রান আসছে না তাদের খোজ নিচ্ছেও না। ইএসডিও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবার বেছে নিছে এজন্য উপজেলা প্রশাসনের পক্ষে হতে ইএসডিওকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ইএসডিও-প্রোমোটের যুবরা যেভাবে