গতকাল বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা শহরের উপকন্ঠে মুক্তারপুরে ৩ টন জাটকা সহ একটি ট্রাক আটক করেছে নৌ-পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার(ভ’মি)শেখ মেজবউিল হক সাবেরিন এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং আটককৃত জাটকা স্থানীয় বেদে পল্লী ,এতিমখানায় বিতরণ করেন।
পুলিশ জানায়,পদ্মা নদী থেকে ৩ টন জাটকা ধরে যাত্রাবাড়ী মাছের আড়তে বিক্রির উদ্দেশে যাচ্ছিল,পথিমধ্যে মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রীজের কাছে নৌ-পুলিশ ফারি পরিদর্শক মো: কবির খান জাটকাবহকারী ট্রাক সহ ৪ ব্যক্তিকে আটক করেন। আটককৃতরা হলো,মো: রিয়াজ উদ্দিন,মো: তরিকুল ইসলাম,তাসফিকুন,সুমন মিয়া।