রোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা ও পর্যবেক্ষনের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারীবিভাগে চিকিৎসা সামগ্রী টেস্টিং কিটস, পিপিই, মাস্ক, চশমা, থার্মার মিটার প্রদান করা হয় । বুধবার রংপুর ক্যামিক্যাল লিঃ ও মেসার্স রংপুর লীফ টোবাকোর ব্যাবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন মনুর পক্ষ থেকে ২০০ পিস পিপিই ও চিকিৎসা সামগ্রী গ্রহন করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী বিভাগে প্রধান অধ্যাপক ডাঃ বিমল চন্দ্র রায়, প্রফেসর ডাঃ কামরুন্নাহার, আইসিইউ বিভাগের মিন্টু। এ সময় উপস্থিত নিউ ইঞ্জিনিয়ার পাড়া কাচারী বাজার এলাকায় অবস্থিত রংপুর ক্যামিক্যাল লিঃ ও মেসার্স রংপুর লীফ টোবাকোর সকল কর্মকর্তাবৃন্দ ।