রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রলীগের নিজস্ব অর্থায়নে ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে নিম্ন আয়ের মানুষদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্য ছিল চাল, আলু, ডাল, পেঁয়াজ, লবণ।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, মনিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মামুন হোসেন, যুগ্ম আহবায়ক কিরোন মাহামুদ প্রমুখ।
এ বিষয়ে বাঘা উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষ খুব কষ্টে দিন কাটাচ্ছে। তাই পরারষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্দেশনায় নিম্ন আয়ের মানুষদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।