পিরোজপুরের নাজিরপুরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা লতা আক্তারের করোনা রির্পোট নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী। গত রবিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপেক্সের একটি মেডিকেল টিম ওই গামেন্টর্সকর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। গতকাল ৮ ্এপ্রিল বুধবার দুপুরে আইইডিসিআর থেকে পরীক্ষার রির্পোট পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী জানান, লতার রির্পোট নেগেটিভ হলেও তাকে আরো কয়েকদিন এখানে চিকিৎসাধীন থাকবে। উল্লেখ্য ওই গামেন্টর্স কর্মী। গত ৪ এপ্রিল সন্ধ্যায় ঢাকা থেকে সর্দি, জ্বর ও গলা ব্যাথা নিয়ে উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামের বাড়ি ফেরেন। এ সময় স্থানীয়রা সে করোনা ভাইরাসে আক্রান্ত এই সন্দেহে তাকে গ্রামে ঢুকতে দেয়নি। এ সময় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সজল ওই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরবর্তীতে মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র নির্দেশনায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো।