 
		
	পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. তারিকুল ইসলাম চৌধুরী তাপস। গতকাল ৮ এপ্রিল বুধবার সকালে তিনি দলীয় কর্মীদের সাথে নিয়ে উপজেলা বিভিন্ন এলাকায় বাড়ী বাড়ী গিয়ে প্রায় দুইশত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। এসময় করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন। ছাত্রলীগ নেতার ব্যাক্তিগত উদ্যোগে বিতরণকৃত এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল ও আটা।