জামালপুরের মেলান্দহে গত ২৪ ঘন্টায় ইউপি চেয়ারম্যানসহ আরো ৫জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে আইসোলশনে থাকা ঘোষেরপাড়ার যুবকের মা-বাবা, শিহাটার আরেক যুবকসহ একজন চেয়ারম্যানের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়াও গতকাল রাতে মেলান্দহ পৌরসভার উত্তর আদিপৈত গ্রামের এক মহিলার নমুনা সংগ্রহের পর আশপাশের বাড়িগুলো লকডাউনের আওতায় নিয়েছে উপজেলা প্রশাসন। ওই মহিলা জ্বর, সর্দি-কাশি ও ঠান্ডা নিয়েই ঢাকা কয়েকদিন আগে বাড়িতে আসার পর ভাবকী এলাকায় আত্মীয়ের বাড়িতে যান। তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
ওদিকে লকডাউন এবং হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের দুরবস্থা বাড়লেও অন্যান্য এলাকার তুলনায় ত্রাণ তৎপরতা কম। পিআইও আ: রাজ্জাক জানিয়েছেন এ যাবৎ ৭৫ মে:টন চাল বরাদ্দ পাওয়া গেছে। আজ ১১টি ইউনিয়ন এবং দুটি পৌরসভার মধ্যে ত্রাণ বিতরণের তালিকায় দেখা যায়, দুরমুঠে ২৬৫, কুলিয়া ৩০২, মাহমুদপুর ৪৭৫, নাংলা ২৮০, নয়ানগর ২৬৫, আদ্রা ২৬৫, চরবানিপাকুরিয়া ৩৯০, ফুলকোচা ২৭০, ঘোষেরপাড়া ৪৩০, ঝাউগড়া ৩৬০, শ্যামপুর ইউনিয়নে ২০০ এবং মেলান্দহ পৌরসভা ৩০০, হাজরাবাড়ি পৌরসভায়ং ২০০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান শফিউল আলম শাহাব উদ্দিন জানান-চাহিদার তুলনা ত্রাণ তৎপরতা কম। এত স্বল্প ত্রাণ নিয়ে মানুষের কাছে যাওয়া দুস্কর। ইউএনও তামিম আল ইয়ামীন জানান-প্রচারের তুলনায় ত্রাণ বিতরণের গুরুত্ব বেশি। ত্রাণের চাহিদা দেয়া হয়েছে। খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এই ত্রাণ ঘরে ঘরে পৌছে দেয়া হবে।