নোভেল করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে চাল,ডাল,তেল,আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠণ। মঙ্গলবার ও বুধবার বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ৫ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড,সাখাওয়াত হোসেন সাখো,সহ-সভাপতি এস এম নজরুল ইসলাম,যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু,খন্দকার বজলুল করিম খাকছার,শামসুজ্জো প্রমূখ। এদিকে বেসিক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল লতিফের আর্থিক সহযোগিতায় চাল বিতরন করা হয়। বুধবার তার নিজ গ্রাম উপজেলার জ্বালেশ্বর গ্রামের কর্মহীন ৬শ’ পরিবারে মাঝে চাল বিতরন করেন।
চাল বিতরণকালে প্রকৌশলীর বড় ভাই আ.লীগ নেতা রজব আলী বাবলু,থানার ওসি সেখ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ সাহা ৩২৫টি পরিবারের মধ্যে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেন।