প্রশাসনের নজরদারী,সেনাবাহিনী ও পুলিশের টহল সত্বেও পাবনার চাটমোহরে সামাজিক দুরত্বের বালাই নেই। হাট-বাজার,রাস্তা-ঘাট,দোকানপাট,ব্যাংকসহ বিভিন্ন স্থানে অসংখ্য মানুষের ভীড়। ভীড় করা হচ্ছে ত্রাণ নিতে এসেও। বুধবার চাটমোহর পৌরসভার নতুন বাজারের সাপ্তাহিক হাটে ভোর থেকেই জমায়েত হতে থাকে অসংখ্য হাটুরে। সকাল ৮টার মধ্যে হাজার হাজার মানুষের ভীড় জমে। সকাল ১১টার পর সমস্ত কাঁচা বাজার,মাছ,মাংসের বাজার বন্ধ ঘোষনা করেছে প্রশাসন। সাপ্তাহিক হাট আগেই বন্ধ করেছে। কিন্তু কোন কিছুতেই কিছু হচ্ছে না। মানছেনা কেউ সরকারি নির্দেশনা। হাটে সমবেত হচ্ছে অসংখ্য মানুষ। এদিকে মঙ্গলবার থেকে শুরু হওয়া খোলা বাজারে চাল কিনতে নারী-পুরুষ হুমড়ি খেয়ে পড়ছে। দীর্ঘ লাইনে একজনের সাথে আরেকজন লাগালাগি হয়ে দাঁড়ায়। অবাধে অটোভ্যান আর বোরাকে ৩/৪ জন করে যাত্রী পরিবহণ করা হচ্ছে। মোটর সাইকেলে ৩ জন উঠে দাপিয়ে বেড়াচ্ছে। বাজারে কোন দুরত্বই মানা হচ্ছে না। চায়ের দোকান,সেলুনে অবাধে বেচাকেনা ও চুল-দাড়ি কাটা হচ্ছে সামনের দরজা বন্ধ রেখে। দেখে বোঝার উপায় নেই দেশে অঘোষিত লকডাউন চলছে। প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অথচ লোকজন কিছুই মানছেন না। মঙ্গলবার ১১টার পর থেকে কাঁচা বাজার,মাছ ও মাংসের বাজার বন্ধ ঘোষনা করেছে প্রশাসন। বিকেল ৫টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত সকল প্রকার দোকান বন্ধ ঘোষনা করা হয়েছে। তারপরও কমছে না জনসমাগম। মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। ফলে আতংকের মধ্যে রয়েছেন অনেকেই।