পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ও হান্ডিয়াল ইউনিয়নের ৫টি গ্রামে ৭০জন শ্রমিককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামে ২০ জন,নিমাইচড়া গ্রামের ২৫ জন ও চিনাভাতকুর গ্রামে ৩জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠায় প্রশাসন। এসকল শ্রমিক মঙ্গলবার দিবাগত রাতে মাদারীপুর থেকে নিজ নিজ গ্রামে বাড়িতে ফেরেন। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান প্রশাসনকে জানান। ইউপি চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান খোকন জানান,এসকল শ্রমিক মাদারীপুরে কাজ করতো। তারা বাড়ি ফিরেছে। তাদেও পরিবারকে লকডাউন করা হয়েছে। অবশ্য ইউএনও সরকার মোহাম্মদ রায়হান বললেন,লকডাউন না,তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদিকে হান্ডিয়াল ইউনিয়নের নবীন ও চরনবীন গ্রামের ২২ জন ইটভাটা শ্রমিক গ্রামে ফিরলে স্থানীয় ইউপি চেয়ারম্যান তে এম জাকির হোসেন গ্রাম দুটিতে মাইকিং করে সকল শ্রমিককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন। গত ৫ এপ্রিল তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই তারা গ্রামে ফেরেন। এসকল শ্রমিক চাঁদপুর জেলার মতলব উপজেলার নন্দলালপুর এলাকায় একটি ইটভাটায় কাজ করতো।
এছাড়া চাটমোহর পৌরসভার বিভিন্ন মহল্লায় ও উপজেলার বিভিন্ন গ্রামে দেশ ও দেশের বাইরে থেকে বেশ কিছু ব্যক্তি ফিরে আসায় তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ইতোপূর্বে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামকে লকডাউন করা হয়েছে। এই গ্রামে দেশের বিভিন্ন অঞ্চল থেকে একই দিন ফিরেছিলেন ৬০ জনের অধিক শ্রমজীবী। গত ৩ এপ্রিল গ্রামটি লকডাউন করেন ইউএনও সরকার মোহাম্মদ রায়হান।