নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাস রোধে সরকারী নির্দেশ অমান্য করায় ৫ দোকান মালিকের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এসব জরিমাা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। তিনি বলেন, করোনা ভাইরাস রোধে বেশ কিছু সরকারী নির্দেশনা জারি করা হয়েছে।এসব নির্দেশনা অমান্য করে দোকান খুলে রাখা এবং সামাজিন জন দূরত্ব বজায় না রেখে মালা মাল ক্রয়-বিক্রয় করে জীবন বিপন্ন কারী রোগ ছড়াতে সহায়তা করার অপরাধে আমিনুল ইসলামের ভাই ভাই মুদি হাউজ এর মালিকসহ ৪মুদি দোকান মালিককে ৮ হাজার এবং অপর এক মুদি দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আবাদপুকুর হাট ভেঙ্গে দেয়া হয়।