নওগাঁর নিয়ামতপুর সদর ইউনিয়নে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারী ত্রান বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়াম্যান ফরিদ আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারীয়া পেরেরা। বুধবার বেলা সাড়ে ১১টায় সরকারি নির্দেশনা মেনে উপজেলার সদর ইউনিয়নে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে উপজেলা সদরের বিভিন্ন হোটেল, রেষ্টুরেন্ট ও চায়ের স্টলের কর্মহীন কর্মচারীদের অসহায় পরিবারের মাঝে সরকারী ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দিন, জাইকা প্রতিনিধি বাচ্চু মিয়া, উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশীদ, প্রমূখ।