বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী নাজমুল হক নাজিম এবার কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স ও মিডওয়াইফদের জন্য ২০টি পিপিই প্রদান করেছেন। গতকাল দুপুরে বসুরহাট পৌরসভা কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিমের হাতে এসব পিপিই হস্তান্তর করেন পৌর মেয়র আবদুল কাদের মির্জা। এ সময় ওই হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ডাঃ আবু নাছেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় এলাকাবাসী জানায়, নাজমুল হক নাজিম উপজেলার চরফকিরার কৃতী সন্তান। তিনি ঢাকার ফারহান এগ্রো প্রসেসর লিমিটেডের মালিক। ওই উপজেলার জনগণের উন্নত স্বাস্থ্য সেবার স্বার্থে তিনি এসব পিপিই প্রদান করেছেন বলে জানাগেছে। এরআগে সাম্প্রতিক সময়ে বসুরহাট পৌরসভাসহ উপজেলার বিভিন্নস্থানে হতদরিদ্রদের জন্য তিনি আড়াই লক্ষ টাকার অনুদান প্রদান করেন। নাজমুল হক নাজিম নোয়াখালী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি উপজেলার স্বনামধন্য কবি জসীম উদদীন উচ্চ বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবেও বহুদিন দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আর্থিক অনুদান দিয়ে গুরুত্বপুর্ণ অবদান রাখছেন।
প্রসঙ্গত, নাজমুল হক নাজিম বিগত দুই যুগ ধরে গরীব মেয়েদের বিয়ে, যুবকদের বিদেশ যাত্রা, চিকিৎসা, দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া, কিংবা চাকুরীতে যোগদানের সময় সর্বাত্মক সহযোগিতা করছেন। স্কুল-কলেজ, মসজিদণ্ডমাদ্রাসা এবং সামাজিক সংগঠনেও আর্থিক অনুদান অব্যাহত রেখেছেন। মানুষের সাথে ব্যবহারেও অহংকার নেই। নিজ দলীয় নেতা-কর্মীদের আন্তরিকতার সাথে ভালবাসেন। মানুষের কল্যাণে ভাল ভাল কাজ করতে চান তিনি। দেশ-বিদেশে ব্যবসার কাজে ব্যস্ত থাকার পরেও সমাজসেবায় সময় দেন বেশ। মানুষের বিপদে ছুটে যাওয়া যেন তাঁর এক ধরণের নেশা হয়ে গেছে। ঢাকা এবং নোয়াখালীতে করোনা ভাইরাসের এই ঝুঁকির মধ্যেও তিনি অসহায় মানুষদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন এবং নিয়মিত ফোনে খোঁজ-খবর রাখছেন।