বড় পলশাবাড়ী ইউনিয়নে বড় গোছিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক ড. টি.এম মাহবুবর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ১৩ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পৃথক পৃথক ভাবে নগদ অর্থ সহায়তা করেন।
এসময় অত্র ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন (অবাক) সহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টি.এম মাহবুবর রহমান গত মাসে ভারত হতে চিকিৎসা নিয়ে দেশে ফিরলে সরকারের নির্দেশে হোম কোরাইন্টানে থাকেন। গত ৬ এপ্রিল হোম কোরাইন্টাইন শেষ করেই গতকাল থেকে এলাকার অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সাহায্য নিয়ে এভাবেই এগিয়ে আসেন।