করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে পুরো দেশ প্রায় লকডাউন। এ অবস্থায় ঘর থেকে বেরোতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বাঘা উপজেলায় ৫৪ মেট্রিক চাল ৪ হাজার ৭৯৮ পরিবারের মধ্যে বাড়ি বাড়ি বিতরণ চলছে।
জানা যায়, প্রথম পর্যায়ে রাজশাহীর বাঘা উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় হতদরিদ্রদের জন্য প্রথম পর্যায়ে ৩৬ মেট্রিক টন চাল বরাদ্দ হয়। এই বরাদ্দকৃত চাল ৩ হাজার ৬০০ পরিবারের মাঝে ১০ কেজি করে বাড়ি বাড়ি গিয়ে দেয়া হয়। দ্বিতীয় পর্যায়ে বরাদ্দকৃত ১৮ মেট্রিক টন চাল ১ হাজার ৮০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল পৌছে দেয়া হয়েছে। এ ছাড়া গুচ্ছ গ্রামের ৭৮টি পরিবারের মধ্যে ৭৮০ কেজি এবং দরিদ্র শ্রমিকদের জন্য ১২০টি পরিবারের জন্য ১ হাজার ২০০ কেজি চাল বরাদ্দ হয়েছে। সেগুলো বিতরণ অব্যাহত রয়েছে।
বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, আমার ইউনিয়নে সরকারিভাবে বরাদ্দকৃত চাল ৬৮০ জনকে দিতে পেরেছি। এই বরাদ্দ ৪০ হাজার মানুষের জন্য খুবই কম। প্রতি ১০ দিন পর পর ১০০ জন লোকের জন্য যদি সরকারি বরাদ্দ পাই, তার সঙ্গে এলাকার মানুষরা যার যার সামর্থ মত হতদরিদ্র, কর্মহীন মানুষের পাশে দাঁড়ায় হাহলে কোন মানুষ না খেতে থাকবে না। আমি আমার ফেজবুকে সাধারণ মানুষের পাশে সামর্থবানদের সহায়তার আহবান জানিয়েছি। অনেকে তাদের নিজ নিজ এলাকা মানুষকে সহায়তা করবেন বলে জানিয়েছেন। তিনি নিজেও ব্যক্তিগতভাবে সাহায্য করবেন বলে জানান। তবে প্রাপ্ত বরাদ্দকৃত চাল সুষ্ট সুন্দরভাবে বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে দিঘা গ্রামের শরিফুল ইসলাম পিন্টু জানান, করোনার কারণে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় আছে, যাদের তিন থেকে পাঁচ বিঘা জমি আছে তারা। যারা লোকের কাজে যেতে পারেনা, আবার সাহায্য চাইতে পারেনা। এমন অনেকেই না খেয়ে অর্ধহারে অনাহারে জীবন যাপন করছেন।
বাঘা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারি প্রকৌশলী হেকতম আলী জানান, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার থেকে পর্যায়ক্রমে যে ৫৪ মেট্রি টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। আমরা সেগুলো লোক-সমাগম না করে দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছি। করোনার কারণে বর্তমান পরিস্থিতিতে কারা সবচেয়ে বেশি সমস্যায় আছেন, তা স্থানীয় পৌর মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বরদের মাধ্যমে খোঁজ নিয়ে তালিকা তৈরী বাড়ি বাড়ি গিয়ে অতিদরিদ্র, প্রতিবন্ধী ও অস্বচ্ছল যাছাই করে সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার ইউনিয়ন, পৌরসভার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, পুলিশ, রাজনৈতিক দল ও তরুন সমাজ। ভয়ংকর এ ভাইরাস থেকে এলাকাবাসিকে সুরক্ষিত রাখার জন্য কাজ করছেন, পাশাপাশি সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি, কর্মকর্তা, এলাকা গ্রাম ডাক্তার ও সমাজের সচেতন মহল।