কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের সরারচর বাজারের ব্যবসায়ী প্রিন্স মোস্তাকিম হাসান মাহাদীর নিজ অর্থায়নে গত মঙ্গলবার বিকেলে ৫ শতাধিক গরিব ও দুস্থদের মাঝে ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রি পৌছে দেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ৩ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি লবণ, ২৪০০ পিস মাস্ক, ১২০০ পিস হ্যান্ডসেনিটাইজার ও ২০০০ পিস সার্জিকেল সহ অন্যান্য জিনিস বিতরণ করেন। তিনি বলেন সরারচরে করোনা ভাইরাসে নিম্ন বিত্ত ও পথে বসা মানুষদের পাশে দাড়াবেন। এ ছাড়া তার ত্রান কার্য আরও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।