কসবায় একটি পিস্তল সহ দেলোয়ার হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ( ৬ এপ্রিল) সোমবার দুপুরে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রাম থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার হোসেন আকছিনা গ্রামের মো.ফিরোজ মিয়ার পুত্র। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে কসবা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দেলোয়ারকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন; গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন ঢাকা শহরের একজন পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। করোনা ভাইরাস আতংকে শহরে লক ডাউন চলায় সে ঢাকা থেকে গ্রামে চলে আসে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার তার নিজ গ্রাম আকছিনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।