প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যখন মানুষ বিপদগামী হয়ে পড়েছে তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলার নেতাকর্মীরা নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করছে। করোনা মহামারি কোভিড-১৯ ঠেকাতে দেশের প্রায় সবজায়গাতেই লকডাউন করা হয়েছে। অসহায় দরিদ্র, শ্রমজীবী মানুষ হয়ে পড়েছে কর্মহীন। তাই বিত্তবান, রাজনৈতিক নেতৃবৃন্দ খাদ্যসামগ্রী বিতরণ কার্য অব্যাহত রেখেছেন।
কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আবদুল হামিদ সরকারের নিজস্ব অর্থায়নে গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) চকচন্দ্রপুর গ্রামের প্রায় ৩০০ পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক, গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. গোলাম ফারুক মিন্টু, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম মাস্টার।
বিনাউটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কসবা- আখাউড়া সংসদীয় আসনের এমপি, মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের নির্দেশে নিজস্ব অর্থায়নে দুইটি গ্রামের অসহায়, দরিদ্র, শ্রমজীবী ৩০০ পরিবারকে খাদ্যসমাগ্রী দিচ্ছি। পরবর্তীতে পুরো ইউনিয়নের সকল নি¤œমধ্যবিত্ত পরিবারগুলোকে এ সেবা অব্যাহত রাখবো।
অপরদিকে বিনাউটি আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিকের নিজস্ব অর্থায়নে ৫০ পরিবারের মাঝে ৭ কেজি চাল, আড়াই কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ২ কেজি পিয়াজ, ১ কেজি তেল, ১ কেজি রসূন করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।