রাজশাহীর বাঘায় পৃথক আগ্নিকান্ডের ঘটনায় ৬টি বাড়ি ভস্মিভুত হয়েছে। এই অগ্নিকান্ডে মারা গেছে একটি গরু। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার খায়েরহাট ও তেঁথুলিয়া মাউদপাড়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী ফেরদৌস আরা দুপুরে রান্না করছিল। অসাবধানতা বসত: রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে যায়। এই আগুন ছড়িয়ে পড়ে শয়ন ঘরসহ প্রতিবেশী আনছার আলী, তামজেল হোসেন, আমজেদ আলী, রজব আলীর বাড়িতে। এ সময় স্থানীয় লোকজন জীবনের ঝুকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে নিয়ন্ত্রন করতে না পেরে বাঘা ও পুঠিয়া ফায়ার সার্ভিসকে অবগত করা হয়। তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে করে। তবে আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে রুবেল হোসেন নামের এক যুবক আহত হয়েছে।
এ অগ্নিকান্ডে ৫টি পরিবারর ক্ষতিগ্রস্থ হয়েছে বলে নিশ্চিত করেন বাউসা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।
এদিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট গ্রামের ইয়াজুল ইসলামের স্ত্রী জামেলা বেগম দুপুরের রান্না করার সময় আগুন লেগে যায়। এতে তার করছিল। এই অগ্নিকান্ডে ৯০ হাজার টাকা মুল্যের একটি গরু আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। বাঘা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে।
বিষয়টি নিশ্চিত করেন গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি।
বাঘা ফায়ার সার্ভিস ইনচার্জ মোশারফ হোসেন জানান, পৃথক অগ্নিকান্ডের ঘটনায় ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, খবর পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। অপবর্তীতে আর্থিক সহায়তা প্রদান করা হবে।