দেশে যখন করোনার প্রাদুর্ভাব বেড়ে চলেছে, মানুষ তার কর্ম হারাচ্ছে ঠিক সেই সময়ে বালিয়াডাঙ্গী উপজেলার কয়েকটি গ্রামে অগ্নিকান্ডে ভষ্মিভূত হয় অনেক পরিবার। সকলের দূর্দশার কথা ভেবে সরকারের পাশাপাশি বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি এগিয়ে আসেন অসহায় মানুষের পাশে। সম্প্রতি বালিয়াডাঙ্গীতে প্রায় ২৫ টি বাড়ী ভষ্মিভূহ হয়।
আজ ৭ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার ভানোর ইউনিয়নের গোয়ালটুলি গ্রামে ১৩, দুওসুও ছাগলডাঙ্গী গ্রামে ৭ ও কালমেঘ বারঢালী গ্রামে ৫ টি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ সহায়তা করেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি।
অসহায় মানুষের বাড়ী বাড়ী গিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সভাপতি রাজিউর রহমান চৌধুরীর নেতৃত্বে নগদ অর্থ হাতে তুলে দেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ড. টি.এম মাহবুবর রহমান ও সিনিয়র সহ-সভাপতি এ্যাড. সৈয়দ আলম।
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহবান জানান এবং সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. টি.এম মাহবুবর রহমান আমাদের প্রতিনিধিকে জানান, করোনা ভাইরাস সম্পর্কে উপজেলার সকল মানুষকে সচেতনতা করার লক্ষ্যে আগামী কাল থেকে প্রতিটি ইউনিয়নে লিফলেট বিতরণ, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার এবং সাধ্যমত সহায়তা প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবেদুর রহমান, সাংবাদিক হারুন অর রশিদ, ভানোর ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ প্রমুখ।