করোনা ভাইরাস থেকে বাঁচতে সরাইলের বিভিন্ন গ্রামের প্রবেশদ্বারে চেক পোষ্ট তৈরী করছে যুবকরা। লক্ষ্য একটাই মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিত করা। উপজেলা ও পুলিশ প্রশাসনের নির্দেশনা অমান্য করে গ্রামের অধিকাংশ লোকজন নিয়মিত ঈদ উৎসবের ন্যায় জড়ো হচ্ছে সকাল বিকাল। দরজা বন্ধ করে ১০-১২ জন মিলে হোটেল ও চায়ের দোকান গুলোতে ইচ্ছেমত বসে খাচ্ছেন। আর টেবিলে পা তুলে গল্প গুজবে ব্যস্ত সময় পাড় করছেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা এ পর্যন্ত ১৫ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেছেন ১৫ হাজার ৩ শত টাকা। তারপরও স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন লোকজনের নির্দেশনাকে এড়িয়ে যাচ্ছেন হেঁসে খেলে। এসব কারণে করোনা ভাইরাসের ঝুঁকি বেড়েই যাচ্ছে ক্রমশ। সচেতন লোকজন ও গ্রাম্য যুবকদের বিষয়টি ভাবিয়ে তুলেছে। চরম উদ্বেগ উৎকন্ঠায় পড়েছে তারা। তাই বাধ্য হয়ে যুবকরা কঠোর কর্মসূচি হাতে নিয়েছেন। গত সোমবার থেকে সরাইলের অনেক গ্রামে অভিনব ব্যবস্থা গ্রহন করতে শুরূ করেছে যুবকরা। সরজমিনে বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, চায়ের দোকানে ও হোটেল গুলোতে জমজমাট খাওয়া দাওয়া চলছে। এরপর টেবিলে পা তুলে বসে ঘন্টার পর ঘন্টা ১২-১৪ জন মিলে আড্ডা। পুলিশ বা প্রশাসনের কারো উপস্থিতি টের পেলে দোকানের দরজা বা সার্টার ভেতরের দিক থেকে বন্ধ। চলে গেলে পুরাতন চিত্র। গ্রামের সকাল বেলার হাট গুলোতে পূর্বের তুলনায় লোক সমাগম বেশী। প্রবাসী ও ঢাকার সকলে আসায় গ্রামে এখন লোকের সংখ্যা বেশী। আছরের পর থেকে গ্রামের প্রত্যেকটি বাণিজ্যিক পয়েন্টের চিত্র কাঁপিয়ে তুলে সবাইকে। যেখানে লাশের স্তুপের পাশে দাঁড়িয়ে ইতালির জনৈক চিকিৎসক বলছেন-“ করোনা ভাইরাস যে কত ভয়ানক নিজ চোখে ইতালির লাশের সারি কেউ দেখলে বাজার আর দোকান কেন, জানালা খুলেও উকি দিত না।” সেখানে এখনো প্রতিদিন আছরের পর সন্ধ্যার পর পর্যন্ত সরাইলের অনেক গ্রামের দোকানপাট চায়ের দোকান খোলা থাকে। লোকজনও ঈদ উৎসবে মেতে ওঠে। একসাথে বসে ঘন্টার পর ঘন্টা চা সিগারেট সিঙ্গারা পিয়াজু সহ বিভিন্ন খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমন চলাফেরার কারণে ক্রেতা অথবা বিক্রেতা যেকোন সময় মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। এমন ভাবনা বিন্দু পরিমানও দাগ কাটে না তাদের ভেতরে। একজন আক্রান্ত হলো গোটা গ্রাম ঝুঁকির মধ্যে পড়বে। এ ভাবনার সময় নেই তাদের। তাই স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও স্বেচ্চাসেবী সংগঠন সমুহের কোন নির্দেশনাই আমলে নিচ্ছেন না তারা। অনেক ব্যবসায়ি মজা করে বলেন, আপনারা সচেতনতা মূলক মাইকিং করে আমাদের ব্যবসার লস করেছেন। সিঙ্গারা ফুড়ি বিক্রি কম হচ্ছে। শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর চকবাজার, মলাইশ বাজার, দেওড়া গ্রামের মিতালী ক্লাবের মোড়, এলোর দোকানের এলাকা, কালিকচ্ছ বাজার, গলানিয়া, চানপুর, নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা বাজার, কাটানিশার বাজার, সরাইল সদরের সকাল ও বিকাল বাজার, পানিশ্বর ইউনিয়নের বেড়তলা ও বিটঘর বাজার, চুন্টা বাজার, পাকশিমুল ইউনিয়নের ভূঁইশ্বর বাজার, জয়ধরকান্দি বাজার ও অরূয়াইল বাজার, সিএনজি ষ্ট্যান্ড সকাল সন্ধ্যা ও বিকেলে জনসমাগম থাকে নিয়মিত। এমন সব কান্ড কারখানা ভাবিয়ে তুলেছে গ্রামের শিক্ষিত সচেতন যুবকদের। তারা সাহসের সাথে সামাজিক দূরত্ব নিশ্চিত করে করোনা প্রতিরোধে এগিয়ে এসেছেন। ভবিষ্যতে আরো অনেকে আসবেন। সরাইল সদরের বড় দেওয়ান পাড়ার যুবকরা দুইদিকের প্রবেশদ্বারে তৈরী করেছেন চেক পোষ্ট। পাশেই রয়েছে পানি ও সাবান। যেনতেন ভাবে কোন লোক বা যানবাহন যেন প্রবেশ করতে না পারে। কেউ আসলে পরিচয় দিয়ে সাবান দিয়ে হাত ধৌঁত করে প্রবেশ করতে হবে। এমনই ব্যবস্থা গ্রহন করেছেন উচালিয়া পাড়া গ্রামের যুবকরাও। তারাও গ্রামের প্রবেশদ্বার সহ ৫টি পয়েন্টে তৈরী করেছেন চেক পোষ্ট। প্রত্যেক পয়েন্টে রয়েছে স্বেচ্ছাসেবক। পানি ও সাবানের ব্যবস্থাও রয়েছে। বহিরাগত কাউকে যেনতেন ভাবে গ্রামে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। হাত পরিস্কার করেই প্রবেশ করতে হবে গ্রামে। এ সরাইল সদরের কাচারি পাড়া, চানমনি পাড়া, নিজ সরাইল ও বড্ডা পাড়া এলাকায়ও স্থানীয় যুবকরা বসিয়েছে চেক পোষ্ট। সামজিক দূরত্ব নিশ্চিত করতে শাহজাদাপুর ইউনিয়নের প্রবেশদ্বার কামাল শাহ’র মাজারের কাছে, জাদবপুর মোড়ে, সাবেক চেয়ারম্যান প্রয়াত অলিউর রহমানের বাড়ির সামনের সড়কে ও দাওরিয়া এলাকায় মোট ৪টি চেকপোষ্ট করা হয়েছে। প্রত্যেকটি চেকপোষ্টে রাখা হয়েছে সাবান পানি ও জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা। ৯ নং শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ২৫ ভাগ ব্যবসায়ি নির্দেশনা মানছেন না। তাদের বিরূদ্ধে দ্রƒতই ব্যবস্থা। নিজের লাভের জন্য সকল মানুষের জীবন নিয়ে খেলার সুযোগ দেয়া হবে না। ইউনিয়নের ৪টি পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে চৌকিদারদের ডিউটি দেওয়া হয়েছে। প্রত্যেক ওয়ার্ডে সংশ্লিষ্ট ইউপি সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সরাফত আলী বলেন, অন্যান্য জায়গা মোটামুটি ঠিক আছে। তবে কালিকচ্ছ বাজারে বেশী ঝামেলা হচ্ছে। অনেকেই নির্দেশ মানছেন না। ছেলেরা বাঁশ দিয়ে বেরিকেট দিয়ে ফেলেছিল। সড়কের চিন্তা করে আপাতত তুলে নিয়েছি। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন টিটো বলেন, মানুষের বিচ্ছিন্ন চলাফেরাটা বন্ধ হলে যুবকদের পদক্ষেপটি খুবই ভাল। আমরা এখন থেকে নির্বাহী কর্মকর্তাকে নিয়ে নিয়মিত দোকান ও লোকজনের অযথা চলাফেরার উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করব।