জামালপুরের ইসলামপুর এক গর্ভবতি প্রসূতি রোগি হাসপাতালে নেওয়ার পথে বাঁধার মুখে পড়ে রাস্তায় সন্তান প্রসব করেছেন এমন অভিযোগ উঠেছে।
স্থানীয় এলাকাবাসি সূত্রে জানাগেছে, গত ৭ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা এলাকার ধনতলা গ্রামের এক গর্ভবতির সন্তান প্রসবের ব্যথা উঠায় তডিগড়ি করে ইজিবাইক যোগে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। সমস্ত বাধাঁ দূর করে ইসলামপুর পৌর শহরের কিংজাল্লাহ পোদ্দারপাড়া রেল ক্রসিংয়ে পৌঁছিলে রেল গেইট বেরিয়ার বন্ধ থাকায় পুলিশের বাঁধা প্রাপ্ত হন। প্রত্যক্ষ দর্শীদের মতে,পুলিশি জেরার মুখে কোন কিছু বুঝে উঠার আগেই সময়ক্ষেপন হলে প্রসূতি মা রাস্তায় ইজিবাইকে একটি ছেলে সন্তান প্রসব করেন। পরে তড়িগড়ি করে প্রসুতি মা ও শিশুকে নিয়ে উপজেলা হাসপাতালে পৌছে দিতে সহায়তা করে পুলিশ। পরে হাসপাতাল থেকে প্রসূতি মা ও শিশুকে ধনতলা নিজবাড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার জানতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান,ওসি আব্দুল্লাহ আল মামুন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম এ তাহের,পৌর মেয়র আব্দুল কাদের শেখ তারা প্রসূতির বাড়িতে উপস্থিত হয়ে তাদের খোঁজ খবর নেয় বলে প্রসূতির স্বজনরা জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম এ তাহের জানান বর্তমানে প্রসূতি মা ও শিশু উভয়ে সুস্থ্য রয়েছে। তবে শিশুটি অপরিপক্ষ ৭মাসে প্রসব হয়েছে। তাই শিশুটি জামালপুর শিশু ওয়ার্ডে প্রেরণ করতে অনুরোধ করে এসেছি বলে জানান। অপর দিকে ইসলামপুর থানার ওসির আব্দুল্লাহ আল মামুন বলেন করোনা আতঙ্কে এলাকা ভিত্তিক যুব সমাজ রাস্তাঘাটে কাঠ বাঁশ দিয়ে অবরোধ করে লকডাউন করে রাখে ফলে ওইসব ব্যারিকেট ভেঙ্গে আসতেই সন্তানটি প্রসব হয় বলে জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের কাছে পুলিশী বাঁধার বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনাটি অসত্য বলে দাবী করেন। তিনি বলেন, করোনার আক্রান্ত খবরে মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ফলে এলাকা ভিত্তিক মানুষরা রাস্তাঘাটে কাঠ বাঁশ ফেলে অবরোধ করে লকডাউন করে রাখে বলে জানান।