সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে করোনা ভাইরাসের প্রভাবে স্থবির হয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারি নির্দেশে ধামইরহাটে ওএমএস ডিলারের মাধ্যমে ১০ কেজি কেজি দরে চাল বিক্রি শুরু করা হয়েছে। ১৭ এপ্রিল সকাল ১০ টায় শুধুমাত্র পৌরবাসীদের উপজেলা স্মৃতি সৌধ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে জন প্রতি ৫ কেজি চাল ১০ টাকা কেজি দরে বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা জাহেদুর রহমান, খাদ্য পরিদর্শক মো. আবুল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, ওএমএস ডিলার রেজাউল ইসলাম, এম এ মালেক, তালেব হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় লোকজন বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ ও আনসার সদস্য তাদের নিরাপদ দুরত্বে থেকে চাল নিতে সহায়তা করেন। পরে সপ্তাহে ৩ দিন পৌর সদরের ৩টি ওয়ার্ডে করে ৩ দিনে পুরো পৌরসভায় চাল বিতরণ করা হবে। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলররা এতে সহযোগিতা করবেন এমন সিদ্ধান্ত গৃহিত হয়।
এক প্রশ্নের জবাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান জানান, সরকারি নির্দেশনা পেলে আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চাল বিতরন করতে পারবোা, সে প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি এবং গুদামে পর্যাপ্ত চাল মজুদ আছে। এলাকাবাসী শুধু মাত্র পৌর সদরে নয় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ১০ টাকায় এ চাল বিতরণ কার্যক্রমের চালু করার দাবী জানান। যদিও নির্দিষ্ট ব্যক্তিগন প্রতিটি ইউনিয়নের মাধ্যমে মাসে ৩০ কেজি চাল ১০ টাকায় পেয়ে থাকেন।