কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রৌমারী উপজেলা সদরের মৃত্যু বাইন উদ্দিন সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মজিদ ও রৌমারী উপজেলার ৬নং চর শৌলমারী বন্দবেড় ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত্যু মসলিম উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ জাবেদ আলীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে মিথ্যা লিখিত অভিযোগ ও ২ জন বীর মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম বাদের তালিকায় প্রকাশ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় ২ মুক্তিযোদ্ধা ঐ মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাদের নাম বাদের তালিকায় আসে। প্রতিবাদে রৌমারী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাদের এর সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় তার বাড়িতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলেন অভিযুক্ত দুই মুক্তিযোদ্ধা বলেন আমরা ১১নং সেক্টরের ২ এম এফ কোম্পানির প্লাটুনে বীর বিক্রম ও বীর উত্তম আফতাব উদ্দিন সুবেদারের অধীনে যুদ্ধ করেছি। আমরা অদ্যাবধি মুক্তিযোদ্ধার সকল সুযোগ সুবিধা এবং ভাতা পেয়ে আসছি। কিন্তু ু ২ অসাধু মুক্তিযোদ্ধা আমাদের নিকট থেকে অর্থ আদায় করার জন্য, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সরেজমিনে তদন্ত না করেই আমাদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাতিল করার তালিকা প্রকাশ করেছে। যা বর্তমানে স্থগিত রয়েছে। তাই আমাদের প্রাণের দাবী ওই অভিযোগটি সরেজমিনে তদন্ত করার জন্য আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আবেদন জানাচ্ছি। ওই সাংবাদিক সম্মেলেন উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব আবদুল কাদের, তিনি বলেন,আমি দীর্ঘ দিন থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার। আমাদের রৌমারী হল মুক্তাঞ্চল। এখানে ছিল না কোন রাজাকার। যারা মুক্তিযুদ্ধ করেছে ,তারা সঠিক ভাবে যুদ্ধ করেছে। দফায় দফায় মুক্তি যোদ্ধাদের নামের তালিকা তদন্ত হয়েছে। কোন নাম বাদ পড়েিেন। কিন্তু ু অভিযোগকারী ২ জন মুক্তি যোদ্ধা তাদের নিকট থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে দীর্ঘদিন থেকে। তাদেরকে অর্থ না দেওয়ায় ,মন্ত্রনালয়ে অভিযোগ করেছে। মন্ত্রনালয় অভিযোগটি খতিয়ে না দেখেই বাতিলের তালিকায় অর্ন্তভুক্ত করেছে। যা আদৌ ঠিক নয়।এ ছাড়া সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেণ ৩নং বন্দবেড় ইউনিয়ন কমান্ডার চাঁন উল্লাহ, ৬নং শৌলমারী ইউনিয়ন কমান্ডার আবদুল কুদ্দুস মোল্লা,বীর মুক্তিযোদ্ধা শাহ্ মাজহারুল হান্নান ,ওয়াজেদ আলী, মতিউর রহমান সহ ১০ জন বীর মুক্তিযোদ্ধা।