করোনার থাবায় বিশেষ করে গরীব ও দুস্থ কর্মহীণ হয়ে পড়েছেন। কর্মহীণ মানুষের পাশে দাঁড়ালেন নাম প্রকাশে অনিচ্ছুক এক দল সামাজ সেবক ব্যক্তি বর্গ। জানা যায় রংপুরিয়া মার্কেট সংলগ্ন ৪২০টি পরিবারকে রাতের আঁধারে ত্রানের ব্যাগ বাড়িতে বাড়িতে পৌছে দিয়েছেন চাল ,ডাল,আটা,আলু লবণ ও সাবান। অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন- দেশের ক্রান্তি লগ্নে গরীব ও দুস্থ মানুষের পাশে থেকে সামান্য কিছু সাহায্য দিতে পেরে বেশ ভালই। সকলের কাছে আমার আহব্বান এই সময়ে সম্বলহীণ মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহযোগীয়তা দিয়ে মানব সেবায় নিজেকে নিয়োজিত করুন। সুবিধা ভোগী পরিবার গুলো জানায় ত্রান সামান্য হলোও আমাদের কাছে অনেক মুল্যবান। সবচেয়ে ভালো লেগেছে রাতের আঁধারে যে মানুষেরা চাইতে পারে না তারাও ত্রান পেয়ে খুশি হয়েছি। অপর দিকে সহোদর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আবু তাহের নিজ অর্থয়ানে দরিদ্র ও অভাব গ্রস্থদের মাঝে ৫০টি পরিবারকে ৫কেজি চাল, আলু, মশুরডাল বিতরণ কালে বলেন- দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হাতে তুলে দিতে পেরে নিজেকে বেশ ভালো লেগেছে। তিনি সকল গ্রামবাশী কে জানায় আপনারা ভালো থাকার জন্য সরকারের নিয়ম মেনে চলুন।