রংপুর নগরীর ৩১ নং ওয়ার্ডের পূর্ব নাজির দিঘর গ্রামে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে একটি বাড়ি, নগদ ৭ লক্ষ টাকা, আসবাবপত্র, আলুসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে একজন অগ্নি˜গ্ধ হয়েছেন একজন। এতে করে ওই পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
স্থানীয়রা জানান, গত সোমবার রাত সাড়ে দশটার দিকে ওই গ্রামের তবারক আলী ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে তার বাড়ির চারটি রুম, আসবাবপত্র, আলু বিক্রির নগদ ৭ লক্ষ টাকা, টিভি, ২টি ফ্রিজ, দুইটি হালের গরু, ল্যাপটপ ও মোটরসাইকেল, স্বর্ণালষ্কার ও প্রায় ৫শত বস্তা আলু পুড়ে গেছে। এ সময় আগুন নিভাতে গিয়ে জাহাঙ্গীর আলমের শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
স্থানীয়রা আরও জানান, এ ঘটনার পরপরই রংপুর ফায়ার সার্ভিসকে দেয়া হলেও তারা সময়মত না আসায় এত ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানা পুলিশের এসআই শামীম মিয়া জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়েছি। সেখানে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানী গ্রামবাসীরা আগুন নিভাতে সক্ষম হয়েছে। আগুনে দগ্ধ জাহাঙ্গীর আলমকে চিকিৎসা দেয়া হয়েছে।