করোনা ভাইরাস প্রতিরোধে ‘মানুষ মানুষের জন্য’ এই শ্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের নির্দেশে নড়াইলের লোহাগড়া পৌর বিএনপি উদ্যোগে কর্মজীবি ২’শ মানুষকে খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে লোহাগড়া উপজেলায় ভ্যানচালকসহ শ্রমজীবী মানুষের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে পরিবার প্রতি ৫কেজি চাউল, আধা কেজি ডাল, দেড় কেজি আলু, ভোজ্য তেল, আধা কেজি পিয়াজ, শুকনা খাবার ও সাবান। লক্ষীপাশা মোস্তফা বেকারী চত্তরে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও লোহাগড়া পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ আবদুস সবুর, লোহাগড়া পৌর যুবদলের আহ্বায়ক শেখ রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা শেখ মশিউর রহমান সান্টু, যুবনেতা শফিকুজ্জামান তারিক, স্বেচ্ছাসেবক দলের নেতা হুমায়ুর কবির, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সহ সভাপতি সোহেল রানা লাক্সমী, ছাত্রদলের নেতা সৈয়দ জাফর আলী, শেখ রিয়াজুল ইসলাম মুন্না, পৌর যুবনেতা আশিকুর রহমান স্বপন, মিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম ও লোহাগড়া কলেজ ছাত্রদলের নেতা রাকিবুল ইসলাম প্রমুখ।