জামালপুরের দেওয়ানগঞ্জের জিঞ্জিরাম থেকে করোনা ভাইরাসকে উপেক্ষা করে শ্যালো মেশিনের ড্রেজার বসিয়ে দীর্ঘদিন থেকে দিনে রাতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। জিঞ্জিরাম নদীর উপর সানন্দবাড়ী সেতুর অদুরে ড্রেজার মেশিন বসিয়ে চরআমখাওআ ইউপি সদস্য শাহার আলী ও আফছার মন্ডলের ছেলে রবি আলম। সেতুর পাশে এবং সবুজপাড়া খেয়া ঘাটে এক শ্রেণীর অসাধু স্বার্থান্বেষী বালু ব্যবসায়ী চক্র স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনরাত নদী থেকে ভূ-গর্ভস্থ থেকে বালু উত্তোলন করে যাচ্ছেন। যেন দেখার কেউ নেই। সরকারী নির্দ্দেশনা অনুযায়ী সেতু বা ব্রীজ কালভার্টের কমপক্ষে ১কিলো মিটারের মধ্যে বালু উত্তোলন করা যাবে না। অথচ সেতুর পাশ থেকে বালু উত্তোলনের ফলে ঝুকিতে পড়ছে শত কোটি টাকার নির্মিত সেতু। ভেঙ্গে যাচ্ছে ফসলি জমি। পাল্টে যাচ্ছে নদীর বৈচিএ্য। এলাকাবাসীর দাবী স্থানীয় প্রশাসন অবিলম্বে ড্রেজার দুটো জব্দ করে অবৈধ বালি উত্তোন বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এসে বন্ধ করে দেয়। পরবর্তি কিছু দিন অতিবাহিতের পর তারা আবার বালু উত্তোলন শুরু করে। এ বিষয়ে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন আমি অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে বলেছি। যদি না করে থাকে, তা হলে বিরোদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন একাধিকবার ড্রেজার বন্ধের নির্দেশ দিয়েছি। আমরা দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা সরাসরি উপস্থিত হয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করবো বলে জানান।