সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র পক্ষ কালিগঞ্জের নলতা দুঃস্থ, অসহায় ও কর্মহীন শ্রমজীবী ৬ শ’ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। দলীয় নেতা-কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি যেয়ে খাদ্য পৌছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবণ ও সাবান। সোমবার সকালে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকনের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ডা. রুহুল হক এমপি’র প্রতিনিধি আব্দুল খালেক, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, নলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক শমসের আলি, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল, নলতা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম উল্লাহ, যুবলীগ নেতা সন্দীপ, রুস্তম আলী প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত।