কিশোরগঞ্জের হাওরাঞ্চলের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের কৃষকসহ দরিদ্র জনগোষ্ঠীর বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। মিঠামইনের কামালপুর গ্রামে এমপি তৌফিকের নিজ বাড়ি থেকে সোমবার (৬ এপ্রিল) সকালে এসব খাদ্য সামগ্রী পাঠানো শুরু করা হয়।এমপি তৌফিক নিজে উপস্থিত থেকে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন এই তিন উপজেলার ২৪টি ইউনিয়নের কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য এসব খাদ্য সামগ্রী নৌকা ও ট্রাকযোগে পাঠান। কিশোরগঞ্জে-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, আপাতত তিন উপজেলার ২৪টি ইউনিয়নে ৩০০ বস্তা চাল, ১৪ বস্তা আলু, ১২ বস্তা ডাল ও ৩০০ লিটার সয়াবিন তেল পাঠানো হয়েছে। তিনি বলেন, আমার এলাকার কৃষকসহ দিন মজুর ও খেটে খাওয়া মানুষেরা যেন অনাহারে না থাকে, সেজন্য খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে।