জাতীয়তাবাদী দল-বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বাগমারা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য রাশেদুজ্জামান রাসেল এর তত্ত্বাবধানে বাগমারার গনিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গনিপুর ইউ পি চেয়ারম্যান ও বাগমারা উপজেলা বি এন পির আহ্বায়ক মনিরুজ্জামান রঞ্জু । এসময় কর্মসূচিতে অংশ গ্রহণ করেন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান মজনু, লালু, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক শরিফুল ইসলাম, ছাত্রদল নেতা আশরাফুল সরকার, রাকিবুল ইসলাম, জামিলুর রহমান, রফিকুল রনি, মাজেদুর, জনি, রানা , নাদিম, রনিসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা।