করোনা মোকাবেলায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৯০৫ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ তুলে দিয়েছেন রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ।
সোমবার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল ও নগদ অর্থ তুলে দেন।
স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী নিজে উপস্থিত থেকে গোদাগাড়ী পৌরসভার ২৬০ টি অসহায় ও দিনমজুর পরিবারের মাঝে মাথা পিছু ১০ কেজি করে চাল তুলে দেন। এছাড়াও চর আষাড়িয়াদহ ইউনিয়নের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ১২০ টি পরিবারের মধ্যে ৭৬ পরিবারকে ১০০ টাকা ও ৪৪ টি পরিবারকে ৫০০ টাকা করে নগদ অর্থ তুলে দেন।
বাসুদেবপুর ইউনিয়নে ১৭৫ পরিবার কে ১০ কেজি চাল। গোদাগাড়ী ইউপি ১৫০ পরিবার কে ১০ কেজি চাল এবং গোগ্রাম ইউপির ২০০ পরিবারকে ১০ কেজি করে চাল তুলে দেন।
এমপি ওমর ফারুক চৌধুরী বলেন, করোনা মোকাবেলায় আমরা গরীব ও দ্স্থু পরিবারকে সাহায্যর জন্য প্রস্তত আছি। দেশরতœ শেখ হাসিনার বরাদ্দকৃত চাল ঘরে ঘরে পৌছে যাবে। আগামী দিনে আমরা সব রকম সেবা অব্যহত রাখবো বলে জানান।
এই সময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুররহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।