করোনা আতঙ্কে মানুষ ঘর হতে বের না হলেও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে সরকারী খাস জমি দখলের মহোৎসব। এক শ্রেণীর সুবিধা ভোগী চক্র এ কাজে লিপ্ত হচ্ছেন। আর এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলা ভুমি অফিস ৩ ভুমি দস্যুকে ৫৬ হাজার টাকা জরিমানা ও এ কাজে ব্যবহৃত বালু ভরাটের ড্রেজার মেশিন জব্দ করেছেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার মাটিভাঙ্গা সদর ইউনিয়ন, শেখমাটিয়া ও শ্রীরামকাঠী সহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে এ জমি দখলের ঘটনা ঘটছে। উপজেলা সহ-কারী কমিশনার (ভুমি) ফাহমি মোহাম্মাদ সায়েফ জানান, করোনা নিয়ন্ত্রনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমি (এসিল্যান্ড) উপজেলার বিভিন্ন স্থানে তদারকি মুলক কাজে ব্যাস্ত থাকার সুযোগে স্থানীয় ভুমি দস্যুরা বালু ভরাট সহ সরকারী খাস জমি দখল করতে সেখানে স্থাপনা তৈরীর চেষ্টা চালাচ্ছে। খবর পেয়ে গত কয়েক দিনে ৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় সহ ৫৬ হাজার টাকা জরিমানার দন্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া জমি দখলের জন্য ভরাট কাজে ব্যাবহৃত বালু ভড়াটের ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। উপজেলা ভুমি অফিস সূত্র জানান, গত শনিবার উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রার দিলীপ চ্যাটার্জি সরকারী মূল্যবান খাস জমি দখল করতে ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাটের কাজ করেন। এ সময় এ কাজে বাধা দিলে তিনি ভুমি অফিসের কর্মচারীদের সাথে অশোভন আচরণ করেন। পরে উপজেলা ভুমি কর্মকর্তা সেখানে অভিযান চালিয়ে ড্রেজান মেশিন জব্দ করেন। জানা গেছে, উপজেলার মাটিভাঙ্গা বাজারের ট্রলার রোডে সম্প্রতি জমি দখল করতে নদী ভরাট করেন স্থানীয় চাঁন মিয়ার পুত্র মো. মিজানুর রহমান সোহেল। এ ঘটনায় উপজেলা ভুমি অফিস সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানার দন্ড প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা সহকারী ভুমি কমিশনার (এসিল্যান্ড) জানান, বিষয়টি নিয়ন্ত্রনের জন্য খোঁজ-খবর রাখছি। তবে কিছু অসাধু ও ভুমি দস্যু এ করোনার প্রভাবে অফিস ছুটির সুযোগ পেয়ে সরকারী জমি দখলের চেষ্টা চালাচ্ছে।