কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে কর্মহীন দু:স্থ্য শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ নিত্যপ্রয়াজনীয় সামগ্রী বিতরণ করেছে দেশের স্বনামধন্য দেশবন্ধু গ্রুপ। সোমবার দুপুরে বন্দরের লোড-আনলোড শ্রমিক অফিসের সামনে তিন শতাধিক শ্রমিকের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গ্রুপটির চেয়ারম্যান সিআইপি গোলাম মোস্তফার পক্ষে স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশন এবং আমদানি রপ্তানিকারক সমিতির নেতাকর্মীরা এসব বিতরণ করেন। এ সময় সোনাহাট স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সরকার রাকীব আহমেদ জুয়েল, আমদানী-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নিদের্শনা অনুযায়ী স্থলবন্দরটির সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে। এতে প্রায় চার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে।