আনোয়ার হোসেন মিরণ কবিরহাটের বাটইয়ায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে আছেন। এদের মুখে একটু হাসি দেখতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে অন্যান্য রাজনৈতিক নেতারা বাসায়। কিন্তু তিনি গ্রাম থেকে গ্রাম ছুটে বেড়াচ্ছেন। তাঁর ব্যবহৃত মোবাইল নাম্বারটিও চালু রেখেছেন। গত কয়েকদিনে অন্তত পাঁচ লক্ষ টাকা ব্যয় করেছেন মানুষের জন্য। কারণ; এই মূহুর্তে মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আনন্দটা যে বিশাল। মানুষের সুখে-দুঃখে পাশে থাকাটা তিনি কর্তব্য মনে করেন। জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হতে পারাটাও আল্লাহর বিশেষ রহমত মনে করেন তিনি।
স্থানীয় এলাকাবাসী জানায়, নোয়াখালীর কবিরহাটের বাটইয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আনোয়ার হোসেন মিরণ করোনা ভাইরাসের এই সময়েও বাড়ীতে বসে নেই। বাজারে বাজারে যাচ্ছেন। মানুষের খবর নিচ্ছেন। উদ্যোগ নিচ্ছেন অভাবী মানুষের বাড়ী বাড়ী ত্রাণ দেওয়ার। গত কয়েকদিনে অন্তত পাঁচ লক্ষ টাকা ব্যয় করেছেন মানুষের জন্য। কাউকে ত্রাণ আবার কাউকে নগদ টাকাও দিয়েছেন তিনি। ওদিকে মানুষকে নিজে সাবান ও মাস্কও দিয়েছেন ব্যবহারের জন্য। তিনি বাটইয়ার চেয়ারম্যান হওয়াটা মূখ্য বিষয় নয়। বরং মানুষকে সুখে রাখার বিষয়টি সর্বাধিক গুরুত্বপুর্ণ দিচ্ছেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন মিরণ বলেন, মানুষকে ভালবাসার মধ্যে দিয়েই সকল আনন্দ পাওয়া যায়। এজন্য মানুষের বিপদের মূহুর্তে সাধ্যমত সহযোগিতা করছি। যে কেউ আমার থেকে সহযোগিতা চাইলে আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। তবে কাউকে ব্যবহারে কষ্ট দিবোনা। ইনশাআল্লাহ যে কোনো দুর্যোগ সময়ে জনগণের পাশে আছি এবং থাকবো। আমি গণমাধ্যমের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর বলবো বাড়ীতে নিরাপদে থাকুন। সুস্থ থাকুন। দরকার হলে আমার সাথে মোবাইলে যোগাযোগ করুন। আপনাদের ভালবাসা চাই। প্রসঙ্গত, আনোয়ার হোসেন মিরণ বসুরহাটের মেসার্স অভি এন্টার প্রাইজ এবং বাটইয়ার একতা ব্রিকস্ ম্যানুফ্যাকচারিং-এর স্বত্ত্বাধিকারী ছাড়াও একাধিক সেবামূলক সংগঠনের সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। বাটইয়া ইউনিয়নের নির্বাচন এখনো অনেক দেরী আছে। তবুও তিনি প্রায়ই সময় মানুষের সেবায় নিয়োজিত আছেন।