করোনা ভাইরাস প্রতিরোধে চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা সংগঠণ ও ব্যক্তি দরিদ্র অসহায় মানুষের পাশে খাদ্যসামগ্রীসহ নানা সাহায্য নিয়ে এগিয়ে এসেছে।
চাটমোহর ব্যবসায়ী সমিতির উদ্যোগে কর্মহীন হয়ে পড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সমিতির কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন। সমিতির নিজস্ব অর্থায়নে ২৬২জন ক্ষুদ্র ব্যবসায়ীকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
বেসরকারি সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভলপমেন্ট (পিসিডি) রোববার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নে হতদরিদ্র ১৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। ইউনিয়ন পরিষদ চত্বরে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন,ইউপি চেয়াারম্যান মোঃ নুরুল ইসলাম,পিসিডির এরিয়া ম্যানেজার মোঃ হাশেম আলী প্রমূখ।
বেসরকারি সংগঠণ ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও) চাটমোহর উপজেলার কাটাখালীও বৃ-গুয়াখড়া গ্রামে ১শ’ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে। সোমবার উপজেলার লকডাউনকৃত গ্রাম কাটাখালীতে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু।
এদিকে,করোনা ভাইরাসের কারণে ঘরে আবদ্ধ ৩০ জন কর্মচারীকে দুই সপ্তাহের খাদ্যসামগ্রী প্রদান করেছে চাটমোহরস্থ স্বাদ রেস্টুরেন্ট এ- সুইটস্ কর্তৃপক্ষ। গত ৫ এপ্রিল সকালে স্বাদ রেন্টুরেন্ট চত্বরে কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ও ব্যবস্থাপক আঃ রহমান। উল্লেখ্য,করোনা ভাইরাস প্রতিরোধে গত ২০ মার্চ থেকে স্বাদ রেন্টুরেন্ট এ- সুইটস বন্ধ রাখা হয়েছে।
এছাড়া চাটমোহর পৌরসভা মেয়র মির্জা রেজাউল করিম দুলাল ৮ শতাধিক কর্মহীন মানুষকে খাদ্যসামগ্রী প্রদান করেছেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষিকা ফিরোজা পারভীন ও চাটমোহর ক্রিকেট একাডেমি হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।