জামালপুরের প্রথম করোনা রোগি সনাক্ত হয়েছে। রোগির নাম আশরাফ হোসেন টোকন (২৬)। সে মেলান্দহের বীরঘোষেরপাড়ার আ: করিমের ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক এটি নিশ্চিত করে বলেন, করোনা রোগি টোকনকে ৫ এপ্রিল মধ্যরাতেই আইসোলশনে নেয়া হয়েছে। ৬ এপ্রিল সকাল থেকে তার রুমমেট আরো ৪জনকে কোয়ারেন্টাইনে রাখা হযেছে। এরা হলো চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকী গ্রামের সোহেল রানা (২৪), মধ্যেরচর গ্রামের লাঞ্জু (২৪), ইসহাক মিয়া (২৫) এবং মুজিবুর রহমান (২৫)।
জানা গেছে, আশরাফ হোসেন গত বুধবার থেকে জ্বর-গলা ব্যাথায় আক্রান্ত হন। খবর পেয়ে স্বাস্থ্যকর্মীরা ৪ এপ্রিল নমুনা সংগ্রহ শেষে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরিক্ষা-নিরিক্ষায় তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।
ইউএনও তামিম আল ইয়ামীন জানান-৪ এপ্রিল আশরাফ হোসেনের বাড়িসহ আরো ১০টি বাড়ি লকডাউন করা ছিল। করোনা পজেটিভ রিপোর্ট পাবার পর থেকেই পুরো ঘোষেরপাড়া ইউনিয়ন লকডাউন করা হয়েছে। পরদিনক সকাল থেকে চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকী ও মধ্যেরচর এলাকার আরো ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
আশরাফ হোসেন জানান-এক সপ্তাহ আগে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসার পর রোগাক্রান্ত হন। তিনি ঢাকার একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ছিলেন।
ওদিকে করোনা সনাক্তের পর সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক জানান রাতেই রোগিকে ক্লোজ করে আসোলশনে নেয়া হয়েছে। বাকি ৪জনের নমুনা সংগ্রহ করে ময়মনিসংহে পাঠানো হয়েছে।