কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নে রোববার বিকাল ৫ টায় সরারচর বাজারে বিভিন্ন পয়ন্টে উত্তরাধিকার ফাউন্ডেশনের মাধ্যমে করোনা ভাইরাস (কোভিড-১৯) বাজারে আগত রিক্সা ড্রাইভার, বিভিন্ন পয়ন্টে লোকজনকে প্রচার পত্র, মাস্ক ৫০০ টি ও ২টি হ্যান্ডসেনিটাইজার উদ্বোধন করা হয়। এই সময় করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে জ্বর শ্বাস কষ্ট, গলা ব্যাথ্যা, মাথা ব্যাথা, কাশি সর্দি, ডায়রিয়া ও অস্বস্তিবোধ সম্পর্কে জনগণকে সচেতন করেন। করোনা প্রতিরোধের জন্য কয়েকটি বিধি মালা জনগণকে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তরাধিকার ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হায়দার, প্রচার প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম কাজল, স্বাস্থ্য বিশেষজ্ঞ মোঃ ফয়েজ কাউছার, সংস্কৃতিক সম্পাদক সুখন দত্ত, সরারচর বাজার সমিতি সাবেক সভাপতি ছাইদুর রহমান প্রমুখ।