কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের পূর্বগ্রামে সোমবার সকালে টিউবওয়েলের পানি পড়া নিয়ে মস্তুফা গং ও আলামিন গং দের মাঝে তুমুল সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, কুতুব উদ্দিন(৬৫), আলামিন(৩০), হামিদা আক্তার(১৬), মস্তুফা কামাল(৩৮) ও আবদুল আলী (৭৩)। এদের সবাইকে বাজিতপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও থানাসূত্রে জানাগেছে, মস্তুফা গং ও আলামিন গংরা বাড়ীর জায়গার সীমানার মধ্যে টিউবওয়েলের পানি পড়া নিয়ে অনেক দিন যাবৎ ঝগড়া চলে আসছিল। এখবর পাওয়ার পর বাজিতপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা স্বীকার করেন।