জামালপুরের মেলান্দহে বঙ্গবন্ধু ক্লাব কর্মহীন-হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণসমাগ্রী বিতরণ করেছে। ৬ এপ্রিল বেলা ১০টারদিকে নইলেরঘাট এলাকায় দেড় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি হাসানুজ্জামান শামীমের উদ্যোগে ত্রাণ সহায়তা প্রদান করেন-নাংলা ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল।
ক্লাবের সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, মেলান্দহ থানার এসআই বিকাশ, ইউনিয়ন যুবলীগ সভাপতি বুলবুল ইসলাম, সমাজসেবক আলাউদ্দিন, আরিফুল ইসলাম, আমিনুর ইসলাম, রনি, মোতালেব, সুমন ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। দেড় শতাধিক পরিবারের প্রতিজনকে ৫কেজি চাল, ১কেজি আলু, ১ কেজি ডাল এবং সাবান বিতরণ করা হয়।