কিশোরগঞ্জের বাজিতপুরে করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়েছেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন। তিনি সোমবার সকালে বাজিতপুর সরকারী কলেজ প্রাঙ্গনে পৌরসভাসহ ১১ ইউনিয়নে ৩২০০পরিবারের মাঝে নিজ অর্থায়নে ১০কেজি চাল,৩কেজি আলু,১কেজি ডাল,আধা লিটার তৈল ও ১টি সাবান বিতরণ করেন। প্রতি ইউনিয়নের প্রতিনিধিদের হাতে এ সকল সামগ্রী তোলে দেন। এ সময়ে তিনি বলেন, আপনারা নিরাপদে নিজ ঘরে থাকুন আমরা আপনাদের ঘরে খাদ্য পৌছে দিব।
এ সময়ে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সারোয়ার আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান, সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান ,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চেম্বার অফ কমার্সের সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম।