করোনা ভাইরাস প্রতিরোধ যুদ্ধে কর্মহীন শ্রমজীবি ১৬০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটালো কুষ্টিয়া অঞ্চলের গনমানুষের মুখপাত্র ‘মুক্ত চিন্তার অগ্রদুত” সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকা। রোববার বিকাল ৪টায় ভেড়ামারা ডাকবাংলো চত্বরে তালিকাভুক্ত কর্মহীন মানুষদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী হামিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম মান্নান, পত্রিকার মালিক পক্ষের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রুমন আলী’র দিক নির্দেশনায় এবং নির্বাহী সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি শাহ্ জামাল’র সার্বিক তত্বাবধায়নে খাদ্য বিতরন কর্মসূচীতে অংশনেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা মডেল থানার কর্মকর্তা ইনর্চাজ শাহা জালাল, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহাবুবুর রহমান, ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আবদুল আজীজ, দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীষ দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক রেজাউল করিম, কুষ্টিয়ার মুখ পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, খোলা কাগজ প্রতিনিধি এসএমআবু ওবাইদা আল মাহাদী, দৈনিক কুষ্টিয়া দর্পন প্রতিনিধি ফিরোজ মাহমুদ, দৈনিক আজকের আলো পত্রিকার নোমান জহির রাজা, দৈনিক টিচার পত্রিকার ডাঃ মাহমুদ্দোল্লাহ সোহেল, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ষ্টাফ রির্পোটার জহিরুল কবীর নবীন, মিলন আলী, দৈনিক দেশের বানী পত্রিকার জাহিদ হাসান প্রমুখ। অনুষ্ঠানে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ১৬০ পরিবারের হাতে চাউল, ডাউল, আলু, পিঁয়াজ এবং লবন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।