করোনা ভাইরাস প্রতিরোধে ও সংক্রমন ঠেকাতে নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন এলাকায় ২৪ঘন্টা নিরলস কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি নাজমুল হামিদ রেজা ও সহকারী কর্মকর্তাগণ। উপজেলাবাসীর সুরক্ষা নিশ্চিত করনে সামাজিক দুরত্ব বজায় রাখতে, বাজার নিয়ন্ত্রন করতে, সরকারী নির্দেশনা মেনে চলার জন্য মাইক হাতে প্রচার কার্যক্রম পরিচালনা ও কখনও ত্রাণের প্যাকেট হাতে অসহায় মানুষের পাশে বিরামহীন ছুটছেন তিনি সহকারী কর্মকর্তাদের নিয়ে। তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ, সহকারী কমিশনার(ভূমি) সোহরাব হোসেন, সাপাহার সর্কেল এএসপি বিনয় কুমার, পোরশা থানা কর্মকর্তা ইনচার্জ শাহিনুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা সুনিল কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন সহ সেনাবাহিনী সদস্যদের সাথে নিয়ে নিয়মিত উপজেলার নিতপুর বাজার, কালাইবাড়ি মোড়, গাঙ্গুরিয়া বাজার, সরাইগাছি মোড়, বেজোড়া মোড়, কুশারপাড়া বাজার, নোচনাহার বাজার, শিশা বাজার সহ গুরুত্বপূর্ণ স্থানে সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে, বিদেশ ফেরৎ ব্যাক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ও জনগণকে বাড়ি থেকে বের না হতে ব্যাপক প্রচারনা পরিচালনা করছেন। এছাড়াও সরকারী নিষেধাজ্ঞা না মানায় এবং বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়ার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে ইউএনও নাজমুল হামিদ রেজা ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ একাধিক ব্যাক্তির বিরুদ্ধে ৩১টি মামলা এবং তাদের কাছ থেকে এপর্যন্ত ২৬হাজার ৮৬০টাকা জরিমানা আদায় করেন।