শিক্ষা, সাহিত্য ও প্রগতি -এ শ্লোগানকে সামনে রেখে সামনে রেখে সোমবার (৬ এপ্রিল) সকালে আনন্দঘন পরিবেশে কসবার সামাজিক সংগঠন অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের উদ্যোগে আড়াইবাড়ী আতাছাড়া পশ্চিমপাড়া মসজিদের ওজুখানার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি আশফাতুল হোসেন ভুইয়া এলমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান। বিশেষ অতিথি ছিলেন; কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কসবা সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শফিকুর রহমান ও সংগঠনের উপদেষ্টা নুহুলিয়াত হোসেন ভুইয়া। এ সময় অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সজিব রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুর রহমান, আসিফ রেজা শুভ ও মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এরশাদুল হক সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক আরফাতুল ইসলাম ভুইয়া, প্রচার সম্পাদক তুষার খান, মসজিদ পরিচালনা কমিটির সদস্য মো. ফিরুজ মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মসজিদের ওজুখানা উদ্বোধন ও করোনা ভাইরাস মহামারি থেকে মুক্তির জন্য দোয়া পরিচালনা করেন মসজিদের মুয়াজ্জিন মো. মেহেদী হাসান।