নাসিরনগরে সরকারি আদেশ অমান্য করে দলবদ্ধ হয়ে অবস্থান ও ঘুরাফেরা করায় ১৩ ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশকে সাথে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী এ অভিযান চালান।
উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী জানান, করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার যেসব আদেশ দিয়েছেন তা লঙ্ঘন করে অনেকে দোকান খোলা রাখার চেষ্টা করেছেন আবার অনেকে দলবদ্ধভাবে অবস্থান ও ঘুরাফেরা করছেন।নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে,কলেজ মোড়ে,নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আড্ডা দেয়ার সময় এমন ১৩ জনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় থানার কর্মকর্তা ইনচার্জ সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।