রংপুরের গঙ্গাচড়ায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে জাতীয় পার্টির মহাসচিব ও রংপুর ১ গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য আলহাজ¦ মসিউর রহমান রাঙ্গাঁ এমপির নিজস্ব তহবিল থেকে ৯ শতাধিক কর্মহীন ও অসহায়, দুঃস্থ মানুষের মাঝে প্রতিদিন রাতে চাল, ডাল, তেল ও আলু বিতরন করছেন এমপি রাঙ্গার মেয়ে মালিহা তাসমিন জুই।
ত্রাণ বিতরণকালে গঙ্গাচড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গঙ্গাচড়া উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, জাপা বড়বিল ইউনিয়ন সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সাগর, রংপুর মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, সহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, রংপুর নগরীতে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি মানুষেরা। এমন পরিস্থিতিতে মহানগর জাতীয় যুব সংহতি অসহায় দু:স্থদের পাশে দাড়িয়েছে। সম্প্রতি রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডে মোড়ে ১৪ শতাধিক অসহায় দু:স্থ ও শ্রমজীবি মানুষের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। একই সাথে ডাল ও সাবান দেয়া হয়। মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি ও তরুণ সমাজসেবক শাহিন হোসেন জাকির দু:স্থদের মাঝে চাল, ডাল ও সাবান বিতরণ করেন। এসময় মহানগর জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক শান্তি কাদেরী, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন, ২৫ নং ওয়ার্ড সভাপতি আফজার হোসেন, সাধারন সম্পাদক রনি আহম্মেদ উপস্থিত ছিলেন। যা পর্যায়ক্রমে নগরীর ৩৩টি ওয়ার্ডে বিতরণ করা হয়।
মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংক নয়, প্রত্যেককে সচেতন হতে হবে। আমরা সকলেই সচেতন হবো। অন্যকেও সচেতন করবো। পাশাপাশি সমাজের নি¤œ আয়ের শ্রমজীবি মানুষের পাশে দাড়াবো। তাদের সাধ্যমত সাহায্য করবো। পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় যুব সংহতি সব সময় খেটে খাওয়া মানুষের পাশে ছিল। বর্তমানেও আছে। আগামীতে থাকবে।