কালিগঞ্জের মৌতলায় এক রাতে ৪ বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে উপজেলার মৌতলা গ্রামে। চোরচক্র স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে চোর আতংক সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, মৌতলা গ্রামের শেখ আজিমের ছেলে তামিমুল ইসলাম, কাজী রিয়াজ উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন ভোন্ডল, বড় ময়নার ছেলে ইউসুফ জাহান ও শামছুর রহমানের ছেলে মুন্সি মধু’র বাড়িতে শনিবার দিবগাত রাতে ঘরের গ্রিল কেটে চুরি সংঘটিত হয়। খবর পেয়ে রাতেই থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত চুরির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।