জামালপুর জেলা পুলিশের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে ঘরে থাকা বিপাকে পড়া অসহায়, নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছে। গত ৫ এপ্রিল রবিবার সকালে পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম,পিপিএম(বার) পুলিশ সুপার কার্য্যালয়ের সামনে জেলা পুলিশের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করেন। ১০কেজি চাল মোট ৫০টি দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেন।
আগামী ১৫(পনের) দিন পর্যন্ত এই ত্রান বিতরণ অব্যাহত থাকবে। প্রয়োজনে আরো বৃদ্ধি করা হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন। দেশের এই দুর্যোগ মোকাবেলায় অসহায় মানুষের পাশে থাকা মানবিক কাজ হিসাবে জামালপুর জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন মনে করেন। তিনি বলেন,জামালপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি, প্রয়োজনীয় মাস্ক, হ্যান্ড গ্লোভস, হ্যান্ড স্যানিটাইজার বিতরণের পাশাপাশি করোনা প্রতিরোধ জনসাধারণকে সচেতনতা বৃদ্ধি করা, সাবান দিয়ে ঘন ঘন হাত,হোম কোয়রেনটাইন রাখা, করোনা সন্ধেহ ভাজন আক্রান্ত ব্যক্তিকে কোয়ারেন্টিনে রাখা, মাস্ক ব্যবহারে উদ্বোদ্ধ করা, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসা, প্রচার-প্রচারণার পাশাপাশি দেশে দূর্যোগপূর্ণ মুহুর্তে সরকারের পাশাপাশি যার যতটুকু সাধ্যনুযায়ী অসহায় মানুষদের সাহার্য্য সহায়তায় করাা উচিত। তাই জেলা পুলিশের পক্ষথেকে সাধ্যমত চাল,ডাল ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন আসুন,সকলে মিলে সরকারী নির্দেশনা মেনে চলি। অযথা কেউ ঘুরাফেরা না করি। নিজের পরিবারকে নিরাপদে রাখতে ঘরে থাকি। অন্যদেরকে নিরাপদ রাখতে সকলকে উদ্বোদ্ধ করি। আর এক সাথে করোনা ভাইরাসকে জয় করে দেশকে গড়ে তুলি।